ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি লোকাল বাসে আগুন

বাদুরতলায় ন্যায্যমূল্যের ভোগ্যপণ্য বিক্রির ট্রাকে আগুন দেয়ার চেষ্টা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথমদিন গতকাল দিনভর নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে রাত পৌনে ১১টার দিকে ওয়াসা মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হননি। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলা এলাকায় একটি ভোগ্যপণ্যের ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ট্রাকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমের অপারেটর জানান, রাত দশটা ৫০ মিনিটে বাসে আগুন দেয়ার খবর পান তারা। সিএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সাংবাদিকদের বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ন্যায্যমূল্যের ভোগ্যপণ্য বিক্রির এই ট্রাকে আগুন দেয়ার পরপরই স্থানীয়রা প্রথমে ফোন করে টিসিবি’র পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে বলে জানান। পরে টিসিবির ডিলার মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম রাশেদ আজাদীকে বলেন, দুর্বৃত্তরা একটি ন্যায্যমূল্যের ভোগ্যপণ্য বিক্রির ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে। এটা টিসিবির ট্রাক নয়। স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রির ট্রাক।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক বাইরে ছিলেন। কে বা কারা বোতলে আনা জ্বালানি তেল চালকের সিটে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। দ্রুত চলে যাওয়ায় তাদের স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। তবে দ্রুত আগুন নেভানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

এদিকে অবরোধকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরে দলের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী। তিনি বলেন, অবরোধের সমর্থনে নগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধ৭ জানুয়ারি সংসদ নির্বাচন
পরবর্তী নিবন্ধর‌্যাবের তাড়া খেয়ে আরও বেপরোয়া অ্যালেন শামীম