নির্বাচনী ট্রেন থেমে থাকবে না, বিএনপিকে কাদের

সংলাপের আর কোনো সুযোগ নেই

| বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের ট্রেনে আপনি উঠবেন না, ট্রেন কি থেমে থাকবে? নির্বাচনী ট্রেন মিস করলে কারও জন্য থেমে থাকবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, এর বিকল্প নেই। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষণা পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আওয়ামী লীগ এদেশে গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘ ৪৩ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজকের দিন খুব আনন্দের। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনরাকে (সিইসি) স্বাগত জানাই। খবর বিডি/বাংলানিউজের।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি।

সংলাপের আর কোনো সুযোগ নেই : এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের সংলাপের চিঠিকে ইতিবাচকভাবে দেখার কথা বললেও এখন আর আলোচনায় বসার সুযোগ দেখছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল বুধবার সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছ থেকে সংলাপের চিঠি গ্রহণ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, সংলাপের সময় পার হয়ে গেছে।

তিন রাজনৈতিক দলের নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু’র দেয়া চিঠি গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে পৌঁছে দেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তাদের মধ্যে বৈঠক চলে প্রায় আধা ঘণ্টা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, ওই চিঠির বিষয়ে তিনি দলের সভাপতি শেখ হাসিনাসহ অন্যদের সঙ্গে আলোচনা করবেন। সম্ভব হলে বুধবারই প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

পিটার হাসের সঙ্গে আলোচনার সূত্র ধরে তিনি বলেন, তিনি যেটা বলেছেন সেটা হল এ ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল নির্বাচন এবং উইদাউট প্রিকন্ডিশন টু হোল্ড এ ডায়ালগ। এটা হলো মূল কথা। এই চিঠির বিষয়বস্তু নিয়ে আমার পার্টির প্রেসিডেন্ট এবং পার্টির নির্বাহী কমিটির সহকর্মীদের সঙ্গে আলোচনা করা দরকার। আমাকে যদি এটা রেসপন্ড করতে হয়, তাহলে আমার পার্টির চিন্তা ভাবনার দৃষ্টিকোণ থেকেই জবাব দেব। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ করবে কিনা, সে কথা সরাসরিই জানতে চান সাংবাদিকরা। উত্তরে ওবায়দুল কাদের বলেন, সেটা এখন আর চিন্তা নেই। সেটা আগে ছিল। সেই সময় চলে গেছে। তাহলে সংলাপ কি আর হচ্ছে না? এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সে কথা আমি কীভাবে বলব। কোনো পলিটিক্যাল পার্টি কোনোদিনও এভাবেকোনো ডেমোক্রেটিক পার্টি যারা এভাবে ডেমোক্রেসি প্র্যাকটিস করে, তারা সংলাপ চায় নাএমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হচ্ছে, আপনি সংলাপ করবেন কবে? আমি সে কথা বলেছি। এখন আর সংলাপের সুযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধমাকে ছুরি দেখিয়ে কিশোরীকে টেক্সিতে তুলে অপহরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদার