সংসদ সদস্য দিদারুল আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কর্মকাণ্ড চলছে।
এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। তিনি গতকাল মঙ্গলবার ৬৬ লাখ টাকা ব্যয়ে ভাটিয়ারী টু হাসনাবাদ রোডের ভিত্তিস্থাপনকালে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মনির আহমেদ, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, ইউপি সদস্য নিজাম উদ্দিন, কামরুল আজম মানিক, অহিদুল আলম, আবদুস শুক্কুর, কোহিনুর বেগম,আবুল কাশেম, ফারুক আহমেদ, মোহাম্মদ আলী, মো. মহিউদ্দিন, শাহীন আহমেদ, সাইফুল ইসলাম, জোবায়েদ হোসেন জিকু, রমজান আলী, আমজাদ হোসেন, রাশেদ আহমেদ, রবিউল হোসেন, রানা প্রমুখ।