হালকা শীতের মিষ্টি ছোঁয়া
সঙ্গে মটরশুঁটি
খেসারি আর কলাই ফুলে
হাসছে কুটিকুটি।
হলুদ–গাঁদার রূপ অপরূপ
শিশির ভেজা চুল
শিউলি ফুলের গন্ধে মাতাল
শঙ্খ নদীর কূল।
নঈম গাছি তাড়ায় মাছি
রসের হাঁড়ির পর
খেজুর গুড়ের স্বাদ আলাদা
খোশবু নিরন্তর।
সকাল বেলার মিষ্টি রোদে
ভাঁপাপিঠা খেতে
হেমন্তিকা মায়ের মতো
আঁচল রাখে পেতে।