নাচ করবে খুকু মোঃ আশতাব হোসেন | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ চাঁদ ঝলমল নীল আকাশে তারার হাট যে লাগছে, মেঘরা এবার আসন ছেড়ে দূর সীমান্তে ভাগছে। কাশ বাগানে সাদা বুড়ি চুল ছড়িয়ে নাচছে, চিলে যাবে চাঁদের বাড়ি ডানায় বেণু বাজছে। নীল শাড়ি কিনে এনে ময়ুর মেলবে ডানা, নাচগান করবে খুকু এবার কেউ করোনা মানা।