পতেঙ্গা কন্টেনার টার্মিনাল উদ্বোধন

১০ মিটার ড্রাফটের জাহাজ প্রবেশের সুযোগ পাবে বে টার্মিনালের মাস্টার প্ল্যানের মোড়ক উন্মোচন

| বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

আজাদী প্রতিবেদন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল (পিসিটি) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে বে টার্মিনালের মাস্টার প্ল্যানের মোড়ক উন্মোচনও করা হয়। গতকাল গণভবন থেকে ভার্চুয়ালি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ প্রকল্প দুটির উদ্বোধন ও উন্মোচন করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ ও নজরুল ইসলাম চৌধুরী, নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার আবদুল্লাহ আল মামুন চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব চন্দা পাল, রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক, বিজিবির রিজিয়ন কমান্ডার, চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, বিকডার সভাপতি নুরুল কাইয়ুম চৌধুরী, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফ প্রমুখ।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের মূল অংশ থেকে ভাটির দিকে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় ড্রাইডক ও বোট ক্লাবের মাঝে নিজস্ব অর্থায়নে ১ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে ২৬ একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল। ৫৮৪ মিটার লম্বা এ টার্মিনালে তিনটি জেটি আছে। তিনটিতেই একযোগে জাহাজ প্রবেশ করতে পারবে। দুটিতে আমদানিরপ্তানি পণ্যবোঝাই কন্টেনার জাহাজ এবং ২০৪ মিটার লম্বা অন্য ডলফিন জেটিতে জ্বালানি তেলবাহী জাহাজ প্রবেশ করতে পারবে। চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ ৯ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ প্রবেশ করেছে। কিন্তু পতেঙ্গা কন্টেনার টার্মিনালে ১০ মিটার ড্রাফটের জাহাজ প্রবেশের সুযোগ পাবে। নতুন টার্মিনালটি বন্দর কর্তৃপক্ষ রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে সৌদি আরবের একটি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমার শেষ প্রান্তে সিইপিজেডের পেছনে সাগরপাড় থেকে সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অদূরে রাসমনি ঘাট পর্যন্ত প্রায় ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এলাকায় ৯০০ একর ভূমিতে বে টার্মিনাল প্রকল্পও আলোর মুখ দেখছে।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল জানান, বে টার্মিনালের মাস্টার প্ল্যান চূড়ান্ত হয়েছে। দেশিবিদেশি পরামর্শক এবং বিদেশি বিভিন্ন বন্দর কর্তৃপক্ষ ও অংশীদারদের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হয়েছে। ডিপিপি ও টেন্ডার কার্যক্রম শেষে আগামী বছরের মেজুনে এর নির্মাণকাজ শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ আজ থেকে
পরবর্তী নিবন্ধতফসিল ঘোষণা হতে পারে আজ