স্মার্ট কৃষি ব্যবস্থার মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হবে

‘কোটিপতি কৃষক মেলা’র উদ্বোধনে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট দেশ বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। এ লক্ষ্যে স্মার্ট কৃষক ও উদ্যোক্তা সৃষ্টি করতে এই কোটিপতি কৃষক মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিগত শীত মৌসুমে এই উপজেলা চট্টগ্রাম বিভাগের মধ্যে সরিষা উৎপাদনে শ্রেষ্ট হয়ে দেশ জুড়ে সারা জাগিয়েছে। উৎপাদনের এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কৃষকদের মধ্যে অনুপ্রেরনা সৃষ্টি করতে তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে সকলকে সচেষ্ট থাকবে হবে। তিনি গতকাল সোমবার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের আয়োজনে দেশের প্রথম কোটিপতি কৃষক মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার। তিনি দেশে এই প্রথম কোটিপতি কৃষক মেলা হচ্ছে বলে উল্লেখ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম,চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, ব্যাংকার যাদব চন্দ্র দাশ, হাফেজ সালামত উল্লাহ, বোরহান উদ্দিন, এ বি এম আতাউল্লাহ, মো. আবদুল্লাহ আল মামুন, কমরু। প্রধান শিক্ষক শিমুল কান্তি মহাজন অনুষ্ঠান সঞ্চালনা করেন। মেলায় বাইশটি স্টলে ২২ জন কোটিপতি কৃষক তাদের নিজস্ব উৎপাদিত পণ্যাদি প্রদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধনিউ মার্কেট এলাকায় সড়ক সংস্কার কাজ পরিদর্শনে ভারপ্রাপ্ত মেয়র
পরবর্তী নিবন্ধক্ষতিগ্রস্তদের টিন ও অর্থ বিতরণ করলেন এমপি ওয়াসিকা