কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক আখতারুজ্জামান চৌধুরী চত্বরে বিএনপি–জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের ধারা ব্যাহত করতে বিএনপি–জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই তারা ষড়যন্ত্র করে সন্ত্রাসী কায়দায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কর্মসূচির নামে বিভিন্ন স্থানে বিএনপি–জামায়াতের লোকজন অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জান–মালের ক্ষতি করছে। বিএনপি–জামাতের আগুন সন্ত্রাস রুখে দেওয়া হবে। যতই ষড়যন্ত্র হোক ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে। নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোলায়মান তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রদীপ কুমার দাশ, হায়দার আলী রনি, এম এন ইসলাম, ছিদ্দিক আহমদ বি.কম, মোজাহেরুল আলম চৌধুরী, মো. নাছির উদ্দিন, দিদারুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।