চট্টগ্রাম সমিতি ইউকের পক্ষ থেকে ‘চমাশিহা ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার’ ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। গতকাল সোমবার চট্টগ্রাম সমিতি ইউকে এর পক্ষে উক্ত অনুদানের চেক হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদের নিকট হস্তান্তর করা হয়। এ সময় চট্টগ্রাম সমিতি ইউকের পক্ষ থেকে হাসপাতালের প্রাক্তন ট্রেজারার ও সমিতির সদস্য বি.আর নিজাম, কমর নিজাম, সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মো. আকতার হোসেন, সৈয়দ আবুল হোসেন, ফারকানুল কাদের, অ্যাডভোকেট আলমগীর খান প্রমুখ উপস্থিত ছিলেন। হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ সাগির, ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, মোহাম্মদ মোশাররফ হোসাইন, মো. মনজুরুল আলম চৌধুরী, ডা. এ কে এম আশরাফুল করিম ডা. শেফাতুজ্জাহান। উল্লেখ্য , চট্টগ্রাম সমিতি ইউকের পক্ষ থেকে মা ও শিশু হাসপাতালের জন্য বিভিন্ন সময়ে সহযোগিতা করা হয়েছে। সমিতির নেতৃবৃন্দ এই হাসপাতালের উন্নয়নে তাদের সহযোগিতা অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।