চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হাটহাজারী উপজেলা টিমের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহাম্মদ জাফর এর সঞ্চালনায় হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ বি এম মশিউজ্জামান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তরজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ফুটবল কমিটির চেয়ারম্যান মোঃ আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ফুটবল কমিটির সচিব এম নিয়াজ মোর্শেদ, হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মন্জু, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রাশেদ, শাহেদুল আলম শাহীন, সিরাজ মেহেদী, ম্যানেজার মোহাম্মদ হারুন, দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাবৃন্দ।