সংলাপ : তিন দলের সঙ্গে বসতে চান পিটার হাস

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৪ নভেম্বর, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে দুই রাজনৈতিক শক্তির মধ্যে বিরোধের মীমাংসা বা সমঝোতার চেষ্টায় এবার দূতিয়ালি করতে চাইছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও সমমনাদের টানা অবরোধের মধ্যে গতকাল সোমবার ঢাকায় দেশটির দূতাবাস থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা তুলে ধরা হয়। জানা গেছে, এ বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। খবর বিডিনিউজ ও বাংলানিউজের। দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত হাস।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান হিসেবে চারটি বক্তব্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে শর্তহীন সংলাপের আহ্বানও। যুক্তরাষ্ট্রের বক্তব্য হচ্ছে : . যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সহিংসতা পরিহার ও সংযমী হতে সব পক্ষকে আহ্বান জানায়। ২. কোনো রাজনৈতিক দলের উপরে আরেকটিকে আনুকূল্য দেখায় না যুক্তরাষ্ট্র। ৩. যুক্তরাষ্ট্র কোনো শর্ত ছাড়া সংলাপে বসতে সব পক্ষকে আহ্বান জানায়। ৪. গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের উপর আমরা থ্রিসি ভিসা নীতি সমভাবে প্রয়োগ অব্যাহত রাখব।

ডনাল্ড লুর চিঠি পেয়েছে বিএনপি : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর একটি চিঠি পেয়েছে বিএনপি। চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

হাসের সঙ্গে জিএম কাদেরের বৈঠক : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস। বৈঠকে তিনি ডোনাল্ড লুর লেখা একটি চিঠি জি এম কাদেরের কাছে হস্তান্তর করেছেন। গতকাল জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত মূলত তাদের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে এসেছেন। তিনি চিঠিটা আমাদের পার্টির চেয়ারম্যানকে হস্তান্তর করেছেন। পিটার হাস জানিয়েছেন একই চিঠি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি এই তিনটি দলকে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১২-১৪টি হ্যান্ডেল ক্লিপ ও নাট বল্টু খোলা যে কারণে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১৬ প্রকল্প উদ্বোধন আজ