কুতুবদিয়ায় স্ত্রীর করা যৌতুক মামলায় একরাম নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের জহির আলী সিকদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার একরাম ওই এলাকার মো. শাহ আলমের পুত্র।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার আসামি একরাম পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পুলিশি গ্রেপ্তার এড়িয়ে আসছিলেন। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।












