জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে সীতাকুণ্ডের ৫ মুখ

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

পঞ্চম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতর চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়েছেন সীতাকুণ্ডের ৫ মেধাবী শিক্ষার্থী। তারা সবাই উপজেলার খাজা কালুশাহ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানায় অধ্যয়নরত। গতকাল শনিবার ইয়েস কার্ড ও একইসাথে তাদেরকে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেওয়া হয়। তারা চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন। এরা হলেন আহমদ রেজা, মোহাম্মদ আব্দুর রউফ সিয়াম, মোহাম্মদ মিছবাহ উদ্দীন ফাহিম, ইলহাম, রেজাউল মোস্তফা।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন
পরবর্তী নিবন্ধএমইএস কলেজ ডিগ্রি পাস কোর্সের ওরিয়েন্টেশন