বি.এন.পি জামায়াতের জ্বালাও–পোড়াও, নারী–শিশু ও পুলিশ পিটিয়ে হত্যার প্রতিবাদে মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিউ মার্কেট চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর মহিলা আ.লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। কাউন্সিলর নীলু নাগের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, হাসিনা আক্তার টুনু, আয়েশা আলম, হুরে আরা বিউটি, তসলিমা নুরজাহান রুবি, আয়েশা সিদ্দিকা, জিনাত বেগম, কাউন্সিলর শাহিন আক্তার রোজী, ফারজানা শিরিন মুন্নি, নাছিমা বেগম, স্বপ্না বেগম, জেবুনাহার বেগম, জোহরা বেগম, জেনিফা আলম, শিল্পী বড়ুয়া, শেলী বড়ুয়া, আফরোজা খানম, শাহানাজ বেগম, কান্তা ইসলাম মিনু প্রমুখ। হাসিনা মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে বিএনপি–জামায়াত মিথ্যাচার শুরু করে আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। তারা জ্বালাও– পোড়াও ও মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়, সেটা প্রমাণ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।