বহুল প্রতীক্ষিত দোহাজারী–কক্সবাজার নবনির্মিত রেলপথে গতকাল ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনে চড়ে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রামু স্টেশনে যান তিনি। গতকাল দুপুরে কক্সবাজার রেলওয়ে স্টেশনে নিজের হাতে ট্রেনের টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এরপর সবুজ পতাকা নেড়ে এবং হুইসেল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে এই রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। দুপুর ১টা ২৫ মিনিটে ওই ট্রেনে উঠেন প্রধানমন্ত্রী। ১টা ২৮ মিনিটে ট্রেনটি প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে কক্সবাজার থেকে রামু রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী রামু স্টেশনে পৌঁছান।
উদ্বোধনী ট্রেনটি চালান রেলওয়ে পূর্বাঞ্চলের লোকোমাস্টার সাজু কুমার দাশ। কক্সবাজার রেলস্টেশন থেকে উদ্বোধনী ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যাত্রা শুরু করে নিরাপদে রামু স্টেশনে এসে পৌঁছে উৎফুল্ল সাজু। রামু স্টেশন নেমে বিজয় হাসিতে ‘ভি’ চিহ্ন প্রদর্শন করে ছবি তুলেন। তিনি বলেন, এই স্মৃতি অবিস্মরণীয় হয়ে থাকবে।