ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ডলু এলাকায় আইনানুগ কোন অনুমতি না নিয়ে টিলা মাটির উপরি অংশ কাটার দায়ে নাদের খাঁনের মালিকানাধীন ডলু নার্সারিকে ১ লাখ টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম। এ কাজে সহায়তা করে ফটিকছড়ি থানা পুলিশ।
উপজেলা প্রশাসন নার্সারির মালিক নাদের খানকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন-“আমরা কোন পাহাড় বা টিলা কাটছিনা বরং প্রাকৃতিক পরিবেশকে অক্ষুন্ন রেখে আমরা পরিকল্পিত বনায়ন করছি যেখানে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত ট্যুরিজম পরিকল্পনার অংশ হিসেবে এ বাগানও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নার্সারির সর্বমোট ১৪.৯ একর জায়গার মধ্যে আমরা রাস্তার পাশের টিলার সামান্য ২০ শতকের মত অংশ এখানে ড্রেসিং করে মাটির উঁচু নিচু অংশ সমান করছি।”
এ ব্যাপারে এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম বলেন- পুরো নার্সারি এলাকা সরেজমিন পরিদর্শন করা হয়। রাস্তার পাশের টিলার কিছু অংশ অননুমোদিত ড্রেসিংয়ের আলামত পাওয়া যায় এবং বিবাদী উক্ত অপরাধ স্বীকার করায় সার্বিক বিবেচনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।