চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগে বড় জয় দিয়ে শুরু করেছে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ৪–১ গোলের বড় ব্যবধানে বাকলিয়া একাদশকে পরাজিত করে। এই ম্যাচে পেনাল্টি মিস করে বাকলিয়া একাদশ। আগ্রাবাদ নওজোয়ানের পক্ষে ২টি গোল করে আল–আমিন । একটি করে গোল করেছে তুষার ও সাজিব । বাকলিয়া একাদশের একমাত্র গোলটি আসে রুবেল রানা’র পা থেকে। ম্যাচের শুরু থেকে কিছুটা অগোছালো ফুটবল খেরতে থাকে আগ্রাবাদ নওজোয়ান। এরপর ধীরে ধীরে গুছিয়ে উঠে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্টা করে নওজোয়ান। ফলে ১১ মিনিটের ব্যবধানে তিন গোল আদায় করে নেয় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। খেলার ২৭ মিনিটে নওজোয়ানের পক্ষে প্রথশ গোল করেন আল–আমিন। ডানপ্রান্ত থেকে তুষারের সেন্টারে বল ধরে প্লেসিং শটে গোল করেন আল–আমিন । ১–০ গোলে এগিয়ে যায় আগ্রাবাদ নওজোয়ান। ৩ মিনিট পর অবশ্য সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল বাকলিয়া একাদশ। কিন্তু সে সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। নিজিদের ডি বক্সে নওজোয়ানের এক ডিফেন্ডার ফাউল করে বাকলিয়ার এক স্ট্রাইকারকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজায়। কিন্তু ইকরামের নেওয়া পেনাল্টি শট সরাসরি নওজোয়ান গোলরক্ষক ওমর ফারুকের হাতে চলে গেলে সমতা ফেরানো হয়নি তাদের। এরপর উল্টো ম্যাচের ৩৬ মিনিটে ব্যবধান ২–০ করেন নওজোয়ানের তুষার। বামপ্রান্ত থেকে আল–আমিনের বাড়ানো বল ধরে দুর্দান্ত এক হেডে বল জালে পৌঁছে দেন তুষার। এর দুই মিনিট পর দর্শনীয় হেডে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন আল–আমিন। নওজোয়ান এগিয়ে যায় ৩–০ গোলে।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকা নওজোয়ান দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে একটি গোল হজম করে। নওজোয়ান ডি বক্সের বাইরে থেকে বাকলিয়ার বদলি রুবেল রানা’র দুর্দান্ত শট জালে জড়ালে ব্যবধান দাড়ায় ৩–১ । পাল্টা আক্রমন থেকে আরো একটি গোল আদায় করে নেয় আগ্রাবাদ নওজোয়ান। ডানপ্রান্ত থেকে ডাবলু’র সেন্টার গোলমুখে এলে সাজিব মাথা ছুঁইয়ে বল জড়িয়ে দেন বাকলিয়া একাদশের জালে। আর তাতেই ৪–১ গোলের বড় জয় নিয়ে মাঠ চাড়ে আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আগ্রাবাদ নওজোয়ানের আল–আমিন । তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. বাবুল আলম । আজকের খেলা–কল্লোল সংঘ বনাম জেলা পুলিশ একাদশ (২টা ৪৫)।