সাতজন নিহতের তিন দিনের মাথায় হাটহাজারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ২

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৮:৩৮ অপরাহ্ণ

হাটহাজারীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন।

আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং সড়কের জোবরা এলাকায় সংঘটিত দুর্ঘটনায় মো. আবদুল মান্নান (৪১) নামে এক ব্যাক্তি মারা যান।

নিহত মান্নান হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাজী আবদুল গনির বাড়ির মৃত আবদুর রশিদের পুত্র। তিনি শখের বশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে ফুটবল খেলে ফেরার পথে তাদের বহনকারী পিকআপটি থেকে অসতর্কতাবশত পড়ে গিয়ে মারা যান। তিনি এক কন্যা ও তিন পুত্রের জনক।

এদিকে, অক্সিজেন-কুয়াইশ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ইসরাত হোসেন আলভি (১৭) নামে ৯ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। সে বায়েজিদ থানার ওয়াজেদিয়া ৩নং ওয়ার্ডের নিদ্দা পাড়ার নুর আহম্মদ কোম্পানির বাড়ির প্রবাসী ইকবাল হোসেনের পুত্র।

দুর্ঘটনায় তার এক বন্ধু আশরাফুল আলম (১৭) গুরুতর আহত হয়েছে। সে একই এলাকার হাজী পাড়ার জাফর মিস্ত্রির বাড়ির প্রবাসী মো. শাহাজাহানের পুত্র।

আহতকে উপস্থিত লোকজন উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে নিবিড় পরিচর্যায কেন্দ্রে রাখা হয়েছে।

তাছাড়া হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের সরকারহাট বাজার সংলগ্ন স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সাথে নাজিরহাটগামী যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে ১০ যাত্রী কমবেশি আহত হয়েছে।

হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে গত মঙ্গলবার দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহতের পর তিন দিনের মাথায় পৃথক এই তিনটি দুর্ঘটনা ঘটে।

মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুর রহমান গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ৬
পরবর্তী নিবন্ধপ্রশাসনের মামলার পরদিনই হালদা পাড়ে মাটি কাটা ও বালি উত্তোলন