সন্ত্রাস, চাঁদাবাজ দমনে নতুন পুলিশ ক্যাম্প ভূমিকা রাখবে

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের নতুন ভবন উদ্বোধনে এমপি ফজলে করিম

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৭:০৬ পূর্বাহ্ণ

সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের মানুষকে সন্ত্রাসী, চাঁদাবাজদের কবল থেকে মুক্ত রাখতে নতুন পুলিশ ক্যাম্প ভূমিকা রাখবে। এখানে বসে পুলিশ মানুষের সেবাদান নিশ্চিত করবে। তিনি জানান, দক্ষিণ রাউজানে পূর্ণাঙ্গ থানা প্রতিষ্ঠা করা হবে। এখন থানার সহযোগী হিসাবে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা নতুন ভবনে বসে কাজ করবেন।

তিনি গতকাল বৃহস্পতিবার দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এ অভিমত ব্যক্ত করেন। তিনি নতুন ভবনের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা ও জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

এ উপলক্ষে এক সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া। উপস্থিত ছিলেন ওসি আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহমদ,সাহাবুদ্দিন আরিফ, আবদুর রহমান চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, মোহাম্মদ রোকন উদ্দিন, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, জাফর আহমদ, জসিম উদ্দিন, মঞ্জুর হোসেন, শফিউল আলম, জাহাঙ্গীর আলম, আবু জাফর মোহাম্মদ রাশেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে পাহাড় কাটায় গভীর রাতে অভিযান
পরবর্তী নিবন্ধজ্বালাও-পোড়াও করে ক্ষমতায় আসতে চায় বিএনপি-জামায়াত