নগরীর খুলশী থানাধীন ওয়ারলেস মোড়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্বেচ্ছাসেবকদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলশী থানার ওসি রুবেল হাওলাদার।
গ্রেপ্তাররা হলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন বগা (৩৭) এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহমান (৪২) ও ফখরুল ইসলাম (৩৫)।
ওসি রুবেল হাওলাদার আজাদীকে বলেন, বুধবার বিএনপির নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা বেশকিছু গাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। ঘটনাস্থল থেকে হাতেনাতে স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।