রাউজানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

রাউজান থানা পুলিশ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গত বুধবার দিবাগত রাতে মো. এরশাদ (৩১) ও মো. আসিফ (১৯) নামে দুজনকে বাগোয়ান ইউনিয়নের গশ্চি নয়াহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক আইনে মামলা রুজুর পর গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়। জানা যায়, এরশাদ রউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের হাজী দোলা মিয়ার বাড়ির মৃত শফিউল আলমের ছেলে ও আসিফ কঙবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মো. নুরুল হকের ছেলে। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধমোট শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ এবং ২০২৩ সালে অর্থনীতিতে নোবেল
পরবর্তী নিবন্ধজুম’আর খুতবা