একটা শব্দ লিখতে গিয়ে কত রাত জেগেছি মনে নেই
নির্বাসনে গেছে শব্দরা আজ,
প্রতীক্ষিত বিচার না পেয়ে।
আমিও ঠায় বসে রইলুম সুনীল আকাশের দিকে
জিজ্ঞাসু নেত্রে
কি আছে উর্ধ্ব গগণে?
কেন সবাই বিচার দেয় শূন্যে দৃষ্টি ফেলে?
আমিও তাদের দলে নিযুক্ত হলাম
শুধুমাত্র একটা শব্দের আশায়,
দ্বিচারিতায় শব্দের চাষ করা যায় শুনেছি
তবে কি তাদের দলে নিজেকে সম্পৃক্ত করে
নিত্যনতুন শব্দের বিপ্লব ঘটাবো?
নাকি অভুক্ত হৃদয়ে ক্ষীণ প্রাণখানি নিয়ে বসে রইবো
শব্দের আশায়।
দোলাচলে বিক্ষিপ্ত মন ভীতির উদ্ভব ঘটিয়ে
হাতুড়ি পিটায় বুক গভীরে,
কখনো বিদ্রোহের দাবানল
ভুল পথের দিশায় অগ্নি চক্ষু মেলে
ক্ষতির দুয়ারে আঘাত হানবে প্রতিশ্রুতিতে
জানতে চায়
কিসে শব্দের ঘুম ভাঙবে?
অদৃশ্য ঠিকানায় প্রশ্ন ছুঁড়ে দিয়ে আবারও প্রতিবাদ
রহিত করো নির্বাসন,
ফিরিয়ে দাও সবুজ অরণ্য
শব্দরা খেলুক ফড়িং এর মতো
ঘাসের ডগায়,ধানের শীষে
তুলে নাও তোমাদের নিষ্ঠুরতা, শব্দরা বাঁচুক
ছায়া ফেলে, সৃষ্টির গান গেয়ে।