স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে

অভিভাবক সমাবেশে এমপি নজরুল

| বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

চন্দনাইশের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত বাউন্ডারী ওয়াল ও সংস্কার কাজ, বঙ্গবন্ধু হল উদ্বোধন ও অভিভাবক সমাবেশ গত মঙ্গলবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। উপজেলার প্রত্যেকটি স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারী ওয়াল নির্মাণ, ডিজিটাল ল্যাব, বঙ্গবন্ধু হল, ডিজিটাল ল্যাব, আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র, প্লেয়িং জোনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ছাড়া কোন উপায় নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. এসএম সিরাজদৌল্লাহর সভাপতিত্বে ও মাস্টার হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়া। বক্তব্য রাখেন ফোরক আহমদ, সাইফুল ইসলাম, দিদারুল হক দস্তগীর, নিশান, কাফি, সাকিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চোলাই মদসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধহালদা নদীতে সারারাত ব্যাপি অভিযান