পয়েন্ট ভাগাভাগি করল রাইজিং স্টার-পটিয়া

প্রথম বিভাগ ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ১০:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ফুটবল লিগের দ্বিতীয় দিনেই পয়েণ্ট ভাগাভাগি করল রাইজিং স্টার ক্লাব এবং পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে রাইজিং স্টার ক্লাব ১১ গোলে ড্র করেছে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাথে। যদিও ম্যাচের শেষ দিকে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা একাধিক সহজ সুযোগ হাতছাড়া করলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচের শুরু থেকে অবশ্য দু দলই বেশ আক্রমন আর পাল্টা আক্রমন করে খেলতে থাকে। যদিও ম্যাচে প্রথম গোল পেতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। খেলার ৩২ মিনিটে দারুণ এক গোল করে রাইজিং স্টার ক্লাবকে এগিয়ে দেন ফয়সাল। পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার ডি বক্সের বাইরে বেশ দুর থেকে দারুন এক শটে জাল কাঁপান রাইজিং স্টার ক্লাবের এই স্ট্রাইকার। ফলে ফয়সালের দেওয়া গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রাইজিং স্টার ক্লাব। যদিও প্রথমার্ধে গোল পরিশোধের চেষ্টা করে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা দল। কিন্তু সেটি আর সম্ভব হয়নি তাদের পক্ষে।

প্রথমার্ধে পিছিয়ে থাকা পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে। তবে খেলায় সমতা ফেরাতে বেশি সময় নেয়নি পটিয়া। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে সমতা ফেরায় মাইনুল। মাঝ মাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় এগিয়ে যান মাইনুল। রাইজিং স্টার ডি বঙে ঢুকে কোনাকোনি শটে বল জড়িয়ে দেন জালে। খেলায় ফিরে সমতা। এরপর শুরু হয় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা দলের এগিয়ে যাওয়ার চেষ্টা। একের পর এক আক্রমনে বলতে গেলে তটস্থ করে রাখে রাইজিং রক্ষনভাগকে। কিন্তু যে সুযোগ গুলো পেয়েছিল তারা সে সুযোগ গুলোকে কাজে লাগাতে পারেনি। যদিও প্রথমার্ধের শেষের দিকে দারুন একটি সুযোগ পেয়েছিল রাইজিং স্টার ক্লাবও। কিন্তু সেটিকে কাজে লাগাতে পারেনি দলটির স্ট্রাইকার। আর পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা একাধিক সহজ সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারেনি তারাও। একেবারে শেষ মিনিটে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাজ্জাদ হোসেন যে মিসটা করেন সেটি ছিল একরকম অমার্জনীয়। ফলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। শেষ পর্যন্ত ১১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা দলের ৮ নাম্বার জার্সি ধারী মোহাম্মদ আশিক। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এম এ কাশেম।

আজ লিগে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে। সে ম্যাচে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্স এবং ফিরিঙ্গি বাজার লাকি স্টার পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি শুরু হবে বিকেল পৌনে তিনটায়।

পূর্ববর্তী নিবন্ধস্কুল হকি লিগের সুপার থ্রি পর্বে মিউনিসিপ্যালের জয়
পরবর্তী নিবন্ধফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবের জার্সি উন্মোচন