দেশের উন্নয়ন স্থাপনাগুলোকে টেকসই করে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী রাখতে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে ডিপ্লোমা প্রকৌশলীদের ভুমিকা গুরুত্বপূর্ণ। তিনি দেশের উন্নয়নে নতুন স্ট্র্যাকচারাল স্থাপনা নির্মাণের পাশাপাশি পুরোনা স্থাপনাগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজেও মনোযোগ দিয়ে দীর্ঘমেয়াদে দেশ ও জনগণের ব্যবহার উপযোগী রাখতে সর্বোচ্চ অবদান রাখার জন্য ডিপ্লোমা প্রকৌশলীদের আহবান জানান। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আইডিইবি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদ চট্টগ্রামের উদ্যোগে ‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় উপরোক্ত অভিমত প্রকাশ করেন। উদযাপন পরিষদের আহবায়ক প্রকৌশলী আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ও আইডিইবির কেন্দ্রীয় সহ–সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মো. রহিম উল্যাহ। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, প্রকৌশলী সৈয়দ মোরশেদ উল্লাহ।
প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী ও প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস, প্রকৗশলী মো. জাহাঙ্গীর আলম, এখলাস উদ্দিন আহমেদ, মো. তৌফিকুর রহমান, মো. করিম উদ্দিন, মো. জিয়া উদ্দিন, মো. ইসমাইল হোসেন, এস.এম. মাহফুজুর রহমান, মো. জামাল উদ্দিন, মো. আবদুল মালেক, মো. ইউনুস, মো. সেলিম উদ্দিন, কাজী আনোয়ারুল ইসলাম, হুমায়ুন কবির তৌহিদুল আনোয়ার, মোঃ আব্দুল খালেক, আবু মুছা, মো. আব্দুল হাই, মো. জয়নাল আবেদীন, মো. রুহুল আমিন, মো. আলাউদ্দীন খান, ইমতিয়াজুল হক, মোজাম্মেল হক, শারমিন আক্তার সুমি, বিশ্বসূত্র ধর, রত্মা দেবী, মো. আব্দুল মালেক, মো. এনামুল হক, ইমন সরকার, তপন দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।