অ্যাম্বুলেন্সে করে মদ পাচার, আটক ২

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ৯:৫৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে অ্যাম্বুলেন্সে করে মদ পাচারের সময় তাল্লাশি চালিয়ে চালক ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় অ্যাম্বুলেন্সটি থানায় নিয়ে আসে পুলিশ। গতকাল বুধবার ১২টার দিকে রামগড় পৌরসভার সোনাইপুল ফরেনার্স চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর তল্লাশি কালে ১শ ২৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, পৌরসভার মোল্লাপাড়া এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. ইমন হোসেন হৃদয় (২১) ও হুমায়ুন কবিরের ছেলে মো. ফরিদুল ইসলাম মেহেদী (২৫)। রামগড় থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, অ্যাম্বুলেন্সটি খাগড়াছড়ি থেকে বারইয়ারহাট যাচ্ছিল। গাড়িতে অসুস্থতার ভান করে এক রোগী শুয়ে থাকতে দেখা যায়। তল্লাশিকালে গাড়ির পিছনে তিন ড্রাম মদ পাওয়া গেলে গাড়িটি চালকসহ ও ছদ্মবেশী রোগীকে মদসহ আটক করা হয়।আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউইম্যান চেম্বারে বেসিক বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
পরবর্তী নিবন্ধমহিলা আওয়ামী লীগের মিছিল-সমাবেশ