বক্তব্য দিয়ে আবারো আলোচনায় চাম্বলের চেয়ারম্যান

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে হুমকি দিয়ে আবারো আলোচনায় বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী। গত সোমবার (৬ নভেম্বর) চাম্বল বাজারে হরতালঅবরোধ বিরোধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুমকি দেন। মার্কিন রাষ্ট্রদূতকে উদ্দেশ্য করে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন ওই সমাবেশে।

চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে হুমকি দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সমাবেশে চেয়ারম্যান মুজিবুল হক বলেন, পিটার হাস বলেছেন এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এই পিটার হাস, আমরা খাই পাঁচ আঙুলের ভাত। আর তুই খাস ফিডার। তুই হলি বিএনপির ভগবান। আর তোরে এমন পিটুনি দেব। বাঙালি কি ফাজিল তা তো জানোস না। তোরা বিএনপিজামায়াতের ভগবান হতে পারবি। তবে আমাদের একটিছিঁড়তে পারবি না।

তিনি আরো বলেন, বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বললেন, পিটার হাস আমাদের জন্য ভগবান হয়ে এসেছেন। এদিকে আমরা পিটার হাসকে ভগবান মানি না, আমরা সৃষ্টিকর্তাকে ভগবান মানি। বিএনপির সঙ্গে এখন আবার যুক্ত হয়েছেন আরও একজন। তার নাম সুদি ইউনূস। যাকে আমরা ‘ডাক্তার ইউনূস’ বলি। আওয়ামী লীগের এই নেতা বলেন, দেশের মানুষ যখন বিএনপিজামায়াতকে প্রত্যাখ্যান করেছে, তখন তারা বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে। তারা গিয়ে জো বাইডেনের কাছে বসে আছে। আর এই জো বাইডেন শেখ হাসিনার থেকে কঙবাজারের সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল। আমাদের নেত্রী বলেছেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে। আমার ক্ষমতার দরকার নেই। আমি বাংলাদেশের সম্পদ বিক্রি করব না। নেত্রী এই কথা বলার পর এখন বিএনপি এসে ধরেছে পিটার হাসকে। এই আমেরিকা স্বাধীনতা সংগ্রামের সময়ও বঙ্গবন্ধুর বিরোধীতা করেছিল। এদিকে এ বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আবারো আলোচনা ও সমালোচনা শুরু হয় ।

এমন বক্তব্যের বিষয়ে চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বলেছিলাম, আমাদের দেশ নিয়ে আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস বেশি ষড়যন্ত্র করলে এ দেশের মানুষ তা সহ্য করবে না। পিটার হাস বিএনপির পক্ষে অতিরিক্ত চামচামি করলে দেশের জনগণ তাকে পিটানি দেবে। সে কথাকে নানা ভাবে রং লাগাচ্ছে আমার প্রতিপক্ষরা ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার রুটের ট্রেনের ভাড়া চূড়ান্ত হচ্ছে আজ
পরবর্তী নিবন্ধআবারো জাতীয় রপ্তানি ট্রফি লাভ করলো প্যাসিফিক জিন্স