ট্রাকের এক্সেলে করে ইয়াবা পাচার

কর্ণফুলীতে গ্রেপ্তার ২

পটিয়া প্রতিনিধি | বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

ট্রাকের এক্সেলের ভেতর লুকিয়ে ৩৫ হাজার ইয়াবা পাচারকালে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার আইনী প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়। সূত্র জানায়, গত সোমবার রাত ১১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন ফরিদপুরের কোতোয়ালী থানার আলতাফ মোল্লার ছেলে (ট্রাকচালক) মোহাম্মদ রাকিব (২৯) ও একই জেলার বোয়ালমারী থানার রহমান খাঁর ছেলে (হেলপার) আশরাফুল খাঁন (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে থাকা চালক ও হেলপারকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে ট্রাকের এক্সেলের ভেতর থেকে প্যাকেটজাত করা ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, টেকনাফ থেকে গাজীপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াবাগুলো। তবে এ ঘটনার মূলহোতারা এখনো ধরা ছোয়ার বাইরে রয়েছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় সুজিত রায়ের শোক সভা আজ
পরবর্তী নিবন্ধজিয়াউর রহমান ছিলেন মনে প্রাণে পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী