কেএম স্পোর্টিং ক্লাবের শুভসূচনা

প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

ক’দিন আগেই শেষ হয়েছে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগ। খুব দ্রুতই শুরু হয়ে গেল প্রথম বিভাগ ফুটবল লিগও। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং অনুপ বিশ্বাস এন্ড ব্রাদার্স এর পৃষ্ঠপোষকতায় প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধনী দিনে জয় দিয়ে শুরু করেছে নবাগত কেএম স্পোর্টিং ক্লাব। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের প্রথম খেলায় কেএম স্পোর্টিং ২০ গোলে গতবার প্রিমিয়ার থেকে নেমে প্রথম বিভাগ লিগে খেলতে আসা অফিস দল বিসিআইসি ক্রীড়া সংসদকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে কেএম স্পোর্টিং প্রাধান্য বিস্তার করে খেললেও কোন গোল দিতে পারেনি। খেলার ১৪ মিনিটে একটা ওপেন নেট মিস করেন কেএম স্পোর্টিং এর শ্যামল মিয়া। বিসিআইসিও মাঝে মাঝে আক্রমণে উঠেছে। তাতে কোন ফল আসেনি। দ্বিতীয়ার্ধের ২৮ মিনিটে আক্রমণে যায় কেএম স্পোর্টিং। এ থেকে মো. সুমন সামনে কিপারকে পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি। তবে দু’মিনিট বাদে ৩০ মিনিটে সফল হয় সেই সুমন। বল চলে আসে বক্সের ভেতর। জটলার ভেতর কয়েক দফা পা ঘুরে বল বারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মো. সুমন টোকা মেরে বল জালে দিলে ১০ গোলে এগিয়ে যায় কেএম স্পোর্টিং ক্লাব। ৩৩ মিনিটে রায়হানুল ইসলামের দারুণ শট বিসিআিইসির কিপারের হাতে লেগে কর্ণার হলে সুযোগ মিস করে কেএম স্পোর্টিং ক্লাব। খেলার ৪০ মিনিটে ডান প্রান্ত থেকে বল মাইনাস করেন রায়হানুল ইসলাম।

তা থেকে বাম পায়ে বল জালে জড়িয়ে দেন কেএম স্পোর্টিং ক্লাবের মো. আইয়ুব ২০। খেলায় কেএম স্পোর্টিং ক্লাবের অসংখ্য আক্রমণ দুর্বল ফিনিশিংয়ের জন্য ব্যর্থ হয়। মাঝে মাঝে বিসিআইসি আক্রমণে উঠলেও তা কেএম স্পোর্টিংয়ের রক্ষণভাগ ব্যর্থ করে দেয়। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী কেএম স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ আইয়ুব। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর ব্যারিস্টার শাহবাজ মুনতাসির চৌধুরী।

এর আগে প্রথম বিভাগ ফুটবল লিগের উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সাধারণ সম্পাদক আ,,ম নাছির উদ্দীন। এতে সভাপতিত্ব করেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম। সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, স্পন্সর প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার সৌমেন মিত্র, সিজেকেএস সহসভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, .কে.এম. এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল), অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাব উদ্দীন শামীম, সিডিএফএ সহসভাপতি নজরুল ইসলাম লেদু, তাহের উল আলম চৌধুরী, সিজেকেএস যুগ্ম সম্পাদক মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, সৈয়দ আবুল বশর, ..ম ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দিন হাসান, মোহাম্মদ শাহজাহান, মো. হারুন আল রশীদ, সিডিএফএ সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, মাহমুদুর রহমান মাহবুব, এনামুল হক, শাহজাদা আলম, লোকমান হাকিম মো. ইব্রাহিম, সাইফুল্লাহ চৌধুরী, শওকত হোসেন, মসিউল আলম স্বপন, আবু জাহেদ, জাহেদ হোসেন, মো. জাফর ইকবাল, আলী হাসান রাজু, তিমির বরণ চৌধুরী, এস এম সাইফুদ্দিন চৌধুরী, সাইফুল আলম খান, এস এম ইকবাল মোর্শেদ, শাহজাহান সামি, জসিমুল হুদা, সৈয়দ মোহাম্মদ তানসীর, মোশাররফ হোসেন লিটন, আলী আকবর, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ প্রমুখ।

আজকের খেলা: রাইজিং ষ্টার ক্লাবপটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা।(বেলা.৪৫টা)

পূর্ববর্তী নিবন্ধ‘যুদ্ধে’ ছিলেন অধিনায়ক সাকিব
পরবর্তী নিবন্ধসিজেকেএস নির্বাচনে সবার আগে মনোনয়ন জমা দিলেন তানসির