চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিনেই উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্ন পদে নির্বাচন প্রত্যাশিরা। প্রথম দিনে চমক ছিল মোহাম্মদ রাশেদুল আলম। তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই সাথে তিনি সহ সভাপতি এবং যুগ্ম সম্পাদক পদেও মনোনয়ন নিয়েছেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনও। যেহেতু একই দিনে মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সুযোগ ছিল সে সুযোগে সবার আগে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সৈয়দ মোহাম্মদ তানসির। তিনি নির্বাহি সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল প্রথম দিনে সহ সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন বর্তমান সহ সভাপতি এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, আবুল হাশেম, শাহজাদা আলম, তাহের উল আলম চৌধুরী স্বপন, মশিউর রহমান চৌধুরী, মকসুদুর রহমান বুলবুল এবং মফিজুর রহমান। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সৈয়দ শাহাবুদ্দিন শামীম, এস এম শহীদুল ইসলাম, তাহের উল আলম চৌধুরী স্বপন, আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী। যুগ্ম সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন মোহাম্মদ শাহজাহান, অনুপ বিশ্বাস, ইকবাল মোরশেদ, হাসান মুরাদ বিপ্লব, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ ইউসুফ। এছাড়া নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন। তারা হলেন মোহাম্মদ শাহজাহান, অনুপ বিশ্বাস, নাসির মিয়া, শওকত হোসাইন,এস এম ইকবাল মোরশেদ, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, প্রবীন কুমার ঘোষ, সাইফুল আলম খান, এ এস এম সাইফুদ্দিন চৌধুরী, আখতারুজ্জামান, সাহেলা আবেদীন, হাসান মুরাদ বিপ্লব, রাশেদুর রহমান মিলন, সৈয়দ মোহাম্মদ তানসির, জহির আহমেদ চৌধুরী, হারুন আল রশিদ, আলমগীর পারভেজ, এইচ এম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, মোহাম্মদ ইউসুফ, সুমন দে। উপজেলা কোটায় সদস্য পদে মনোনয়ন নিয়েছেন জহিরুল ইসলাম এবং জাফর ইকবাল। সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য মনোনয়ন নিয়েছেন রেখা আলম চৌধুরী এবং রেজিয়া বেগম ছবি।
এদিকে গতকাল সবার আগে মনোনয়ন জমা দিয়েছেন সৈয়দ মোহাম্মদ তানসির। তিনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের স্টেডিয়াম প্রতিনিধি। সবার আগে মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন আমি এখানে সবার ছোট। সবার স্নেহের। আমি সবার দোয়া এবং ভোট প্রত্যাশা করছি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মো. মসিউর রহমান চৌধুরী,সিজেকেএস কাউন্সিলর মো. সরওয়ার আলম চৌধুরী মনি, হারুন অর রশিদ, মো. জাফর ইকবাল, শাহজাহান আহমেদ সামি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের তায়কোয়ানডো কমিটির চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, প্রিমিয়ার ডিভিশন ফুটবল কমিটির সহ সম্পাদক সুমন গুহ প্রমুখ।