আজ থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধ বিএনপির

| বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, বর্তমান সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজ থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগের সপ্তাহে তিন দিন এবং চলতি সপ্তাহের প্রথম দুই কর্মদিবসে অবরোধের দ্বিতীয় দিন গত সোমবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ৭ নভেম্বরকে বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। এদিন অবরোধ থাকবে না বলে আগেই গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত ওই দিন কর্মসূচি রাখেনি বিএনপি। বিএনপির পাশাপাশি জামায়াতও ৮ ও ৯ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। খবর বিডিনিউজের।

২৮ অক্টোবর ঢাকায় নয়া পল্টনে জমায়েতের অদূরে কাকরাইল ও বিজয়নগরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পর সমাবেশ শেষ না করে পরদিন হরতালের ডাক দেয় বিএনপি। হরতালের দিন সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। গ্রেপ্তার হন আরও অনেক নেতাকর্মী।

এদিকে অবরোধের ৫ দিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুনের ঘটনা ঘটেছে। বেশিরভাগ আগুন দেওয়া হয় ভোর ও সন্ধ্যায়। এদিকে বিএনপির আগে একই কর্মসূচি ঘোষণা করে তাদের সঙ্গে আন্দোলনে থাকা এলডিপি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির নির্বাচনে যাওয়া উচিত
পরবর্তী নিবন্ধ‘খোঁড়া পায়ে’ ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ২০১