চট্টগ্রামে ১৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ১৩ পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তাদের সবাইকে সম্প্রতি সৃষ্ট অতিরিক্ত পদের বিপরীতে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে গ্রেড৪ এ পদোন্নতি দেওয়া হয়। তবে তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের ১৩ কর্মকর্তাসহ ১৪০ কর্মকর্তা অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি প্রাপ্ত চট্টগ্রামের ১৩ পুলিশ কর্মকর্তা হলেনচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার জয়নুল আবেদীন, মোহাম্মদ সালাম কবির, এস এম মোস্তাইন হোসেন, মো. মোখলেছুর রহমান, মো. তারেক আহম্মেদ, হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, মুহাম্মদ আলী হোসেন, মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং অনিন্দিতা বড়ুয়া। এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার সঞ্জয় সরকার ও নেছার উদ্দীন আহমেদ। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চল শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান এবং চট্টগ্রাম মেট্রো সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ পদোন্নতি পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপ্রেম করে বিয়ে, আড়াই বছর পর লাশ হলেন প্রমি