ডিজাইনার নীহারিকা মমতাজের এবদা জুয়েলারি ডিজাইনার অ্যাওয়ার্ড লাভ

| মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশি ডিজাইনার নীহারিকা মমতাজ আবুধাবির ADNECএ জুয়েলারি অ্যান্ড ওয়াচ শোতে অনুষ্ঠিত ‘এবদা জুয়েলারি ডিজাইনার অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছেন। পেশাদার ডিজাইনার বিভাগে রানারআপ হয়েছেন সম্মানের সাথে। এই বছরের জন্য সম্মানিত জুরিরা ছিলেন আজ্জা আল কুবাইসি, শেখা আল সেরকাল, নুরাআলসেরকা এবং মাহা আলসুবাই অতিথি জুরি সাদিয়া সুলাইমান (আগের বিজয়ী) সাথে। কমিউনিটি ডেভেলপমেন্ট মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল ইনস্টিটিউট (আইজিআই) এবং জুয়েলারি অ্যান্ড ওয়াচ শো (আবু ধাবি) এর সহযোগিতায় এআরজেএমএসটি অনুষ্ঠানটির আয়োজন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাগদান সারলেন নাবিলা!
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.৫৯ কোটি টাকা