অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য কি ভাঙনের পথে!

| মঙ্গলবার , ৭ নভেম্বর, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

চলতি নভেম্বরে ৫০এ পা দিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। কিন্তু গত ১ নভেম্বর প্রাক্তন বিশ্বসুন্দরীর জন্মদিন ছিল একেবারেই সাধারণ। শ্বশুরবাড়ির কেউ শুভেচ্ছাবার্তা দেননি। অভিনেত্রীর পাশে দেখা মেলেনি স্বামী অভিষেক বচ্চনেরও। যদিও সমাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর একটি ছবি পোস্ট করেছিলেন অভিষেক। তবে শুধুই ‘শুভ’ জন্মদিন লিখে দায় সেরেছেন তিনি। এছাড়া গত রোববার মনীশ মলহোত্রর বাড়ির দীপাবলি উদযাপনের অনুষ্ঠানেও একা গিয়েছেন ঐশ্বরিয়া। বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে, শ্বশুরবাড়িতে অভিনেত্রীর সাথে অন্যদের সম্পর্ক তেমন ভালো নেই। স্বামীর সঙ্গেও নাকি নিত্যদিন ঝামেলা হয়! সে কথা নিজের মুখেই কবুল করে নেন অভিষেক। তবু কোন জাদুবলে এখনও টিকে রয়েছে তাদের সম্পর্ক? ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। ১৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারে তিনি। গত প্রায় দু’দশকের পথচলায় একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। এমনকি, বার কয়েক অভিষেকঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদের কানাঘুষোও শোনা গিয়েছে। তবু প্রতিবার নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন তারা। তবে এটা সত্যি যে, প্রায় দিনই নাকি ঝামেলা হয় অভিষেকঐশ্বরিয়ার। এক সাক্ষাৎকারে নিজে মুখেই সেকথা স্বীকার করে নেনে জুনিয়র বচ্চন। যদিও তখন তাদের বিয়ের বয়স ছিল মাত্র তিন বছর। তবে বর্তমান সময়ে কোন জায়গায় দাঁড়িয়ে তাদের সম্পর্ক, তা বোঝা দায়।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে মনোনয়নপত্র বিতরণ
পরবর্তী নিবন্ধবাগদান সারলেন নাবিলা!