আগ্রাবাদ জাম্বুরী মাঠ (কর্ণফুলী শিশু পার্ক) পুনরুদ্ধার কমিটি আয়োজিত এক সভা গত শনিবার সন্ধ্যায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন ফুটবল, ক্রিকেটসহ খেলাধুলার সাথে জড়িত জাতীয় পর্যায় অবদান রাখা খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন। সভায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সমগ্র আগ্রাবাদ এলাকার একমাত্র খেলার মাঠটি বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ন্যস্ত করা হয় ফলে খেলাধুলার সংস্কৃতি থেকে এই এলাকার শিশু থেকে বয়স্করা সকল প্রকার খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে আছেন। ফলে জাতীয় পর্যায় বা স্থানীয় লীগ পর্যায়ে কোন খেলোয়াড় তৈরি হচ্ছে না। তাই প্রাক্তন খেলোয়াড়, সংগঠক, ক্রীড়াপ্রেমী খেলোয়াড় তৈরির মনমানসিকতায় এই কমিটির উদ্যোগে দ্বিতীয় বারের মত এই মাঠটি পুনরুদ্ধারের বিষয়ে করণীয় সম্পর্কে সভা আয়োজন করেন। সভায় কমিটির উপদেষ্টা সাবেক কৃতী ফুটবলার জসিম উদ্দিন আহম্মেদ সভাপতিত্ব করেন। সভায় আগ্রাবাদ জাম্বুরী মাঠটি (বর্তমান কর্ণফুলী শিশু পার্ক) পুনরায় খেলার মাঠে ফিরিয়ে আনার এই প্রয়াস বা দাবির যৌক্তিকতা সম্পর্কে বৃহত্তর আগ্রাবাদ, হালিশহর হাউজিং, গোসাইলডাংগা, ডবলমুরিং, নিমতলা এলাকার সচেতন নাগরিক সমাজের সাথে আগামী ২ ডিসেম্বর এক মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগ্রাবাদ বেপারীপাড়ার ওশান কনভেনশন হল সন্ধ্যা ৭টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল, কমিটির আহ্বায়ক সাজিব বিকাশ বড়ুয়া টুটুলসহ উপদেষ্টা ইবাদুল হক লুলু, সদস্য হারুনর রশীদ পিন্টু, মনির হাসান আনোয়ার, ফরিদ আহম্মেদ, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলার জাফরুল হায়দার সবুজ, সৈয়দ মফিজুর রহমান, এনামুল হক এনাম, রওশন উদ্দিন, সাহিদুল আলম, আলমগীর আলম, সুরজিত কমেট, আবু জাফর সরকার আবু, হাসিউদ্দিন রুমী, মীর হোসেন, জহির উদ্দিন, মুন্না, মো রাশেদ, কালাম, আহসান হাবিব, মনিরুজ্জামান খান, মনজুর হোসেন চৌধুরী, মনির আহম্মেদ ভুইয়া, ওয়াসিম রাজা, মাশরুর আহম্মেদ মিঠু,ওয়াসিম, কাজী মনসুর জাসদ, এম এ হাই রুবেল, আনিসুর রহমান মিরাজ, এইচ এম তৌহিদ, রেজাউল করিম শাহিন, শাহিদুল ইসলাম সুমন, কামাল আহম্মেদ, সামস তাবরেজ আনাম উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।