আইআইইউসির আর্টস এন্ড হিউমেনিটিজ অনুষদের এক সেমিনার গত রোববার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ইউসুফ উদ্দীন খালেদ চৌধুরীর পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন ও ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবির। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইফতেখার উদ্দীন স্বাগত বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক আমীর মোহাম্মদ খান এবং প্রভাষক আয়েশা সিদ্দিকা। গবেষণা প্রবন্ধের উপর আলোচনা করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রিয়াজ মাহমুদ এবং সহকারী অধ্যাপক ড. সুলতানা জাহান। প্রেস বিজ্ঞপ্তি।