১৮৬২ মোগল সম্রাট বাহাদুর শাহ (দ্বিতীয়) ব্রিটিশদের হাতে বন্দি অবস্থায় রেঙ্গুনে মৃত্যুবরণ করেন।
১৮৬৭ নোবেলজয়ী (১৯০৩, ১৯১১) পোলিশ–ফরাসি বিজ্ঞানী মারি কুরি–র জন্ম
১৮৭৯ রুশ সাম্যবাদী নেতা লিও ট্রটস্কির জন্ম।
১৮৮৮ নোবেলজয়ী (১৯৩০) ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর রামণের জন্ম।
১৮৯২ জার্মান সাহিত্যতাত্ত্বিক এরিক আউয়েরবাখ–এর জন্ম।
১৯০৩ নোবেলজয়ী (১৯৭৩) প্রাণিতত্ত্ববিদ কনরাড লোরেনৎস–এর জন্ম।
১৯১৩ নোবেলজয়ী (১৯৫৭) ফরাসি ঔপন্যাসিক আলবের কাম্যুর জন্ম।
১৯১৭ লেনিনের নেতৃত্বে সফল বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ সমাজসেবক ও রাজনীতিক অশ্বিনীকুমার দত্তের মৃত্যু।
১৯২৪ রবীন্দ্রনাথ ঠাকুর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে উপস্থিত হন।
১৯৩১ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনের জন্ম।
১৯৩১ চিত্রশিল্পী আমিনুল ইসলামের জন্ম।
১৯৪৫ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা জাতিসংঘের সদস্য হয়।
১৯৬৪ রসায়নে নোবেলজয়ী (১৯২৯) সুইডিশ জীবরসায়নবিদ হান্স ফন ইউলার খেলপিন–এর জীবনাবসান।
১৯৮৮ নভেম্বর বিপ্লবের সত্তর বর্ষপূর্তি উপলক্ষে সোভিয়েত প্রেসিডেন্ট গরবাচভ ‘পেরেস্ত্রৈইকা’ ও ‘গ্লাসনোস্ত’ নীতি ঘোষণা করেন।
১৯৮৮ সালমান রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্যাস ইসলাম অবমাননার দায়ে অভিযুক্ত করে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লা খোমেনি রুশদির মৃত্যুদণ্ডাদেশ জারি করেন।
১৯৮৮ আর্মেনিয়ায় ভূমিকম্পে লক্ষাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৮৯ কমিউনিস্ট পার্টি পরিচালিত পূর্ব জার্মান সরকার ইস্তফা দেন।
১৯৯০ ব্রিটিশ লেখক লরেন্স ডারেল–এর মৃত্যু।
১৯৯০ চেক নেতা আলেকজান্দার দুবচেক–এর মৃত্যু।
১৯৯১ সাত দশক পর মস্কোর রেড স্কোয়ারে অক্টোবর বিপ্লব অনুষ্ঠান বাতিল করা হয়।
১৯৯২ চেকোচেকাভাক রাষ্ট্রনায়ক আলেকজান্দার দুবচেক–এর মৃত্যু।
১৯৯৬ ভারতের অন্ধ্র প্রদেশে সাইক্লোনে আড়াই হাজার লোকের প্রাণহানি।
২০০৯ প্রত্নতত্ত্ববিদ নাজিমউদ্দীন আহমদের মৃত্যু।
২০২০ বিশ্বের প্রথম ৬ জি উপগ্রহ উৎক্ষেপণ করে চিন।