কিডনি রোগী কল্যাণ সংস্থার ত্রি–বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ৩ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক সভায় সর্বসম্মতভাবে নির্বাচিত সভাপতি পদে এস এম জাহেদুল হক ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক শাব্বির আহমদসহ ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে গুরুত্ব বিবেচনায় দৈনিক আজাদী পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেককে কিডনি রোগী কল্যাণ সংস্থার ১ম প্রকল্প “কচডঅ–এম.এ. মালেক ডায়ালাইসিস সেন্টার বাস্তবায়ন উপ–কমিটির” প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। সংস্থার নির্বাচিত কমিটির অপরাপর সদস্যরা হচ্ছেন– সহ সভাপতি আ.ফ.ম আখতারুজ্জামান কায়সার, সহ সাধারণ সম্পাদক মো: আরিফ, কোষাধ্যক্ষ মো: হোসেন, তথ্য–প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আবু মুসা, স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ সম্পাদক মোশারেফ হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর ও দীপংকর বোস। সংস্থার ৭টি উপ–কমিটি যথাক্রমে KPWA-M.A. Malek Dialysis Center, বিশেষজ্ঞ আইন উপদেষ্টা প্যানেল, ঢাকা উপ–কমিটি, প্রবাসী সংযোগ উপ–কমিটি, স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ উপ–কমিটি, তথ্য–প্রযুক্তি বিষয়ক উপ–কমিটি গঠন করে সকল উপ–কমিটির আহ্বায়ক, কার্যনির্বাহী আহ্বায়ক, সদস্য সচিব ও সমন্বয়কারী পদবীদের পদাধিকার বলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন এম এ মালেকের সভাপতিত্বে এবং আজীবন সদস্য মো: হোসেনের সঞ্চালনায় সংস্থার ত্রি–বার্ষিক সম্মেলনে সকল সদস্যদের সংস্থার আইডি কার্ড এবং সম্মাননা সনদ প্রদান করা হয়। এ সময় প্রায় ১৬ জন কিডনি ডায়ালাইসিস রোগীকে চিকিৎসা সহায়তার চেক ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে লায়ন এম এ মালেক বলেন– কিডনি রোগী কল্যাণ সংস্থার এমন মহৎ উদ্যোগের সাথে দৈনিক আজাদী পরিবার সবসময়ছিল, আছে এবং থাকবে। সমাপনী বক্তব্যে সংস্থার সভাপতি এস এম জাহেদুল হক ত্রি–বার্ষিক সম্মেলন, সাধারণ সভা ও নির্বাচন সফল করতে যারা অবদান রেখেছেন বিশেষ করে দৈনিক আজাদী পরিবার, এডভোকেট জিয়া হাবীব আহসান, কাজী আশরাফুল হক জীবন, শামসুল আলম, কাজী মোহাম্মদ মঈনুল করিম, শেখ মো. কুতুব উদ্দিন (স্বপন), আহসান হাবিব বাবুসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদী পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, এডভোকেট জিয়া হাবিব আহসান, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মুহম্মদ নওশাদ খান, কাজেম আলী স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, কাজী আশরাফুল হক জীবন, শাহরিয়ার মাহমুদ খান, আহসান হাবিব বাবু, আবুল মোবারক, শেখ মো: কুতুব উদ্দিন, কাজী মোহাম্মদ মঈনুল করিম, এড. সৈয়দ আনোয়ার হোসেন, এড. মোহাম্মদ নুরুল আনোয়ার চৌধুরী, এড. মোঃ সরওয়ার হোসেন লাভলু, এড. মুহাম্মদ নুমান আসকারী দিদার, শফিক আহমেদ সজিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।