ভারতে চলমান বিশ্বকাপে দলের ব্যর্থতায় লঙ্কান ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কমিটি বসিয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।
নিজেদের প্রথম ৭ ম্যাচে কেবল দু’টিতে জিতেছে শ্রীলঙ্কা। এতে আগেভাগেই শেষ হয়ে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সেমি-ফাইনালে খেলার আশা।
স্বাগতিক ভারতের বিপক্ষে গত বৃহস্পতিবার ৩০২ রানের বড় হারের পর ক্ষুব্ধ সমর্থকদের কড়া সমালোচনার মুখে পড়ে বোর্ড। এরপরই আজ সোমবার (৬ নভেম্ব) মন্ত্রণালয় তাদের বরখাস্ত করার খবর জানায়।
শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহে শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সদস্যদের “বিশ্বাসঘাতক ও দুর্নীতিগ্রস্ত” আখ্যা দিয়ে পদত্যাগ করতে বলেন। পরদিন বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে সমর্থকদের তুমুল বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেন এসএলসি সচিব মোহন ডি সিলভা।
এক বিবৃতিতে আজ সোমবার শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ক্রীড়া মন্ত্রী বোর্ডের বাকি সদস্যদের বরখাস্ত করেছেন। আপাতত একটি অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্ব পালন করবে যার প্রধান বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা।
সাত সদস্যের কমিটিতে থাকবেন সুপ্রিম কোর্টের দুইজন অবসরপ্রাপ্ত বিচারপতি।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে সোমবার দিল্লিতে বাংলাদেশের মুখোমুখি হবে সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কা।