অহেতুক মনোগ্যামি

দেবাশীষ মজুমদার | শুক্রবার , ২৭ অক্টোবর, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

যেন সবকিছু সুন্দর, খুব স্বাভাবিক, বিটিভির মতো

নিয়মমাফিক, কোন বিতণ্ডা নেই, শুধু রাগ মল্লার

শুনে ঝরলো যদি জল, খুব প্রয়োজনে ব্যস্তানুপাতিক

তারপর আরও আরও কিছুধর খুব নির্দোষ শিশুশিশু

ইহজাগতিক, প্রাইভেসির ব্লাডপ্রেশার, বাড়তে গিয়েও

থমকে আছে, রক্তে সুগার, ছুতোর প্রকার, পেরিয়ে

পিছু ছাড়েনি গুনগুন, ধূর্ত শিকারীর হারপুন

ধেয়ে আসে ম্যাসেঞ্জারে, টিকটিকি বিলাপের মতো

লবণের ছোঁয়া পায় ক্ষত, কথাদের ধারে, নীল রেঁস্তোরায়

সবকিছু ভুলে যেতে হয়, যা কিছু অয়োময়

যেন হাইব্রিড কবি, সংকট এড়িয়ে চলা বুদ্ধিজীবী

তুমি আর আমিসামাজিক সিনেমার মতো

বড় বেশি মনোগ্যামি

পূর্ববর্তী নিবন্ধশ্রীচট্টলেশ্বরী
পরবর্তী নিবন্ধবালক বিদ্যালয়