‘আশ্চর্য মেঘদল’ নাকি জাগতিক ঈশ্বর
এক প্রান্তে কুয়াশার আড়াল
অন্য প্রান্তে অর্ঘ্য বিছানো
আসলে এসব কার তরে আহ্বান
ব্যক্তি নাকি ব্যক্তিবর্গ!
সবই অস্পষ্ট সকলের তরে
ঈশ্বর হাসেন ওই মহাসিন্ধুর পারে বসে
কখনও গাইছেন শিশুদের স্বরলিপি
তিনি কী কাঁদছেন!
গাজায় রক্তাক্ত সজীব কুঁড়িগুলোর
প্রাণের স্পন্দন থেমে যাওয়া দেখে
কোন মন্ত্র বা তন্ত্রের সাধনরীতিতে
শিঙায় মারে ফুঁ বা ছুমন্তর ছু!
ঈশ্বর হাসেন নাকি কাঁদেন
হামাস ফাতাহর কীর্তি দেখে দেখে
শয়তানের বিনাশ কী নেই তবে?