আনোয়ারায় ভোররাতে বাসে দুর্বৃত্তের আগুন

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৯:৪৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় ভোররাতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৬ নভেম্বরর (সোমবার) ভোর ৪ টার সময় চাতরি চৌমহনী বাজারের ট্রাফিক পুলিশ বক্সের পর মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ণন্ত্রে আনে। ঘটনার পর আনোয়ারা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

ক্ষতিগ্রস্ত বাস মালিক নাইম উদ্দিন জানান, আগুনে পুড়ে যাওয়া আমার চট্টমেট্রো জ ১১-০৭২৩ সিরিয়ালের বাসটি চাতরি চৌমহনী বাজারের মসজিদের পাশে রাতে পার্কিং করা ছিল। সকালে কেইপিজেড শ্রমিকদের কারখানায় নিয়ে যাওয়ার কথা ছিল।

তিনি বলেন, সোমবার ভোর ৪টার সময় মসজিদে আযানের সময় আমার এক গাড়ী চালক ফোন করে আমাকে খবর দেয় আমার বাসে আগুন দেওয়া হয়েছে। এসে দেখি আগুনে আমার পুরো গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আমি আসার পর ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছিল। পরে পুলিশের পরামর্শে আমি আমার গাড়িটি মেরামত করছে নিয়ে আসি।

আনোয়ারা সার্ভিস স্টেশনের সাব অফিসার মং সুইনু মামরা জানান, ভোর পাঁচটার আগে টেলিফোনে খবর পাই, চাতরি চৌমহনী বাজারে একটি বাসে আগুন জ্বলছে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভালেও বাসটি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। তার আগে আমরা পুলিশকে খবর দিই।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীতে নাজীম চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধসিসিএল-বারকোড বার্ষিক স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল টুর্নামেন্ট শুরু