একজন সফল শিক্ষাসংগঠক ছিলেন অধ্যক্ষ মির কফিল উদ্দীন

চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী ৮২ ’ র শোকসভায় ড.অনুপম সেন

| সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ৮২’র (১৪তম ব্যাচ) উদ্যোগে সমিতির প্রাক্তন সভাপতি হাটহাজারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মির কফিল উদ্দীনের শোকসভা গত ৩ নভেম্বর সমিতির সভাপতি প্রফেসর ফরমুজুল হকের সভাপতিত্বে এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটি চট্টগ্রামের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। শোকসভা পরিষদের সদস্য সচিব সাইফুদ্দীন আহমদ সাকির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শোক সভা পরিষদের আহবায়ক রাশেদ মনোয়ার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. .এফ.এম. আওরঙ্গজেব মনজু, চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম হারুন, ছৈয়দ ছগির আহমদ, মো. শাহজাহান চৌধুরী, মরহুমের বড়ভাই ডা. মীর হাবিবুর রহমান, অ্যাড. এইচ.এম.জিয়াউদ্দীন, . আজাদ বুুলবুল, .শামসুদ্দীন শিশির, সৈয়দ মোরশেদ হোসেন, হুমায়ুন কবির কাঞ্চন, আবুল কালাম আজাদ, মো. শাহ আলম, প্রফেসর ইলোরা ইসলাম, অধ্যক্ষ আবু তালেব বেলাল, ফজল হোসেন, অধ্যাপিকা সাকি জিন্নাত পারভিন, নিয়াজ আহমদ, ইকবাল হায়দার চৌধুরী ও মরহুমের বড় মেয়ে মাইশা নুর। শোক প্রস্তাব পাঠ করেন শীলব্রত বড়ুয়া। দোয়া ও মুনাজাত করেন মো. ছালামত উল্লাহ। প্রধান অতিথি বলেন অধ্যক্ষ মির কফিল উদ্দীন একজন সার্থক ব্যক্তি। তিনি তার কর্মময় জীবনের মধ্যে সার্থকতা অর্জন করেছেন। তিনি সবসময় হাসিমুখে নিজের অর্পিত দায়িত্ব পালন করতে ভালোবাসতেন। একজন সফল শিক্ষাসংগঠক ছিলেন অধ্যক্ষ মির কফিল উদ্দীন। বিশেষ অতিথি প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন অধ্যক্ষ মীর কফিল বর্তমান সমাজের একজন অনুকরণীয় মহান শিক্ষক ছিলেন। যার সামগ্রিক চিন্তা চেতনা জুড়েই ছিল শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনের ও দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার। অধ্যক্ষ মীর কফিল উদ্দীন তাঁর অসাধারণ কর্মযজ্ঞের জন্য চির স্মরণযোগ্য হয়ে থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির আগুন সন্ত্রাস রুখে দিতে হবে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আন্তঃ ক্লাব সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন