বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম হালিশহর থানা শাখার উদ্যোগে হালিশহর কার্যালয়ে হযরত গাওসে পাক (রহ🙂 ও জামে আওলিয়া কেরামের পথ পুণরুদ্ধার সম্মেলন ও সালাতু সালাম মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়। নাফিস মোবারকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা শেখ নঈম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজিজ মাবরুর, আশরাফুল আলম, আরিফ আল আহসান, আশরাফ জুয়েল, আমির হোসেন, রায়হান মোস্তাক, হাফেজ জামশেদ আলম, সাইফুল ইসলাম, হোসনে আরা, কামরুন নাজাত, শাহানা আক্তার, রাবেয়া মোব্বাশেরা, ফাতেমা ইফতেখার, রোকসানা আক্তার, রনক, হাজেরা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম, মহান রেসালাতে ইলাহীর বন্ধন ও নূরে ইলাহীর নূরের প্রবাহধারা আওলিয়া কেরাম। প্রেস বিজ্ঞপ্তি।