হাজী মোমেনা খাতুন

| সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর মাতা আমেনা খাতুন (৯০) গতকাল রোববার সকাল ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও এক কন্যা নাতিনাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপালঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর ভাবে সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি, ফটিকছড়ির সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, ফটিকছড়ি আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলামুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোঃ ইসমাঈল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র একে জাহেদ চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় কারাগারে আলতাফ
পরবর্তী নিবন্ধনূরুন্নেছা বেগম