খাগড়াছড়িতে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় শহরের কলাবাগান এলাকায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন ‘বৈঠক’ থেকে ৫ জনকে আটক করা হয়। এসময় যুবদলের সহ– সম্পাদক নিয়াজ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মরিয়ম আক্তার, সহ–দপ্তর নিপু আহমেদ, পানছড়ি যুবদল নেতা জহির আবিরকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে আরো দুই জনকে আটক করা হয় ।
আটকের কথা স্বীকার করে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের কয়েকজন একাধিক মামলার আসামি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে লোহাগাড়ায় ছাত্র শিবির ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) রাতে তাদেরকে স্ব স্ব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা মনসুর আলী সিকদার পাড়ার মনির আহম্মদের পুত্র মনসুর আহম্মদ আজাদ (২০) ও একই ইউনিয়নের দক্ষিণ হরিণা চেয়ারম্যান পাড়ার আমির আহম্মদের পুত্র জমির উদ্দিন (৩৯)। পুলিশ জানায়, গ্রেপ্তার আজাদ ছাত্র শিবিরের সাথী। গত ২৮ অক্টোবর ঢাকায় জামায়াতের সমাবেশে উপস্থিত থেকে লোহাগাড়া ছাত্র শিবিরের নেতৃত্ব দেন। তাকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার জমির উদ্দিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ বিভিন্ন আইনে ৫টি মামলা রয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, রোববার (৫ নভেম্বর) গ্রেপ্তার দুই নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।