যমুনা ব্যাংকের ৯ কোটি টাকার একটি চেক প্রতারণা মামলায় ইমাম ডাইয়িং নীটিং প্রিন্টিং এন্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে এক বছরের কারাদণ্ড ও চেকের সমপরিমাণ জরিমানা করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের দ্বিতীয় মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসান এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, যমুনা ব্যাংক কদমতলী শাখা থেকে মোহাম্মদ আলী ১৯ কোটি টাকা ঋণ নেন। পরবর্তীতে তিনি ব্যাংকে ৪ কোটি টাকা ও ৫ কোটি টাকাসহ মোট ৯ কোটি টাকার দুটি চেক প্রদান করেন। যা পরবর্তীতে ডিজঅনার হয়। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে ব্যাংকের পক্ষ থেকে এনআই এ্যাক্ট অনুযায়ী মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
আদালত সূত্র আরো জানায়, মামলাটির বিচার কাজ উচ্চ আদালতের আদেশে দীর্ঘদিন স্থগিত ছিল। পরবর্তীতে স্থগিতাদেশ বাতিল হলে বিচার কাজ ফের শুরু হয়।