শঙ্খ নদে গোসল করতে গিয়ে নিখোঁজের ২৩ ঘণ্টা পর লাশ ভেসে উঠলো ৫ম শ্রেণীর ছাত্রী ইসমত আরা মনি(১০)-এর।
আজ রবিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় চন্দনাইশের দোহাজারী রেল সেতু সংলগ্ন এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয় এক নৌকার মাঝি দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে।
এর আগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শঙ্খ নদে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্রী ইসমত আরা মনি।
রায়জোয়ারা এলাকার ব্যবসায়ী মো. আবদুল হাফেজ জানান, দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক হামিদ হোসেনের কন্যা স্থানীয় মুক্তি স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী ইসমত আরা মনি গরুর জন্য ঘাস কেটে আনে। পরে সে পাড়ার অন্যান্যদের সাথে গোসল করতে শঙ্খ নদে নামে। কিছুক্ষণ পর সে নদে তলিয়ে যায়।
দৃশ্যটি অন্যান্য শিশুরা দেখে তাকে বাঁচানোর চেষ্টা করেও পারেনি। পরে তার পরিবারে খবর দেয়া হলে পরিবারের সদস্যরা ও স্থানীয় জেলেরা ঘটনাস্থলে এসে তাকে খোঁজাখুঁজি শুরু করে কিন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসলেও সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কাজে নামতে পারেনি।
এদিকে, আজ রবিবার সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার কাজে নামার আগ মুহূর্তে খবর আসে নিখোঁজ ইসমত আরা মনি’র লাশ ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দোহাজারী রেল সেতু সংলগ্ন এলাকায় ভেসে উঠেছে। পরে পরিবারের সদস্যরা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সেখান থেকে তার লাশ উদ্ধার করে।
আজ বাদে আছর স্থানীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শঙ্খ নদে ডুবে ইসমত আরা মনির মৃত্যুতে তার পরিবার ও পুরো রায়জোয়ারা গ্রামে শোকের ছায়া নেমে আসে।