বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে

সাতকানিয়ায় এমপি নজরুল

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ৫ নভেম্বর, ২০২৩ at ১০:০৭ পূর্বাহ্ণ

সংসদ সদন্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। দেশের প্রায় সবকটি স্কুল, কলেজ ও মাদ্রাসায় দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন এবং মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও তাদের মায়ের মুঠোফোনে পাঠানো হচ্ছে উপবৃত্তির টাকা। স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, জাতীয়করণ ও শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে এসব কিছু সম্ভব হয়েছে। তিনি গত শুক্রবার সাতকানিয়ার কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গ্রামের মানুষ এখন অসুস্থ হলে প্রথমেই ছুটে যায় কমিউনিটি ক্লিনিকে। দেশে ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। গ্রামীণ স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিক এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুচ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ওসমান গনি সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবু ছালেহ শান, রিপন দাশ সুজন, মো. জসীম উদ্দিন, বিদ্যালয় মো. আবছার উদ্দিন, ইউপি সদস্য আবু তালেব ও সাবেক ইউপি সদস্য আবদুস শুক্কুর।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি মুসলিম লীগের মতো বিলুপ্ত হয়ে যাবে
পরবর্তী নিবন্ধশিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে সরকার অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে