শেখ রাসেল ক্রিকেটে চ্যাম্পিয়ন এসএস একাডেমি

| রবিবার , ৫ নভেম্বর, ২০২৩ at ১০:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ক্রীড়া বিভাগের আয়োজনে শেখ রাসেল অনূর্ধ্ব১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে শেখ আবু নাসের এস এস ক্রিকেট একাডেমি। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ৭ উইকেটে হারায় রিটু খান বেসিক ক্রিকেট একাডেমিকে। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপসহ বিভিন্ন বিভাগে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। বিশেষ অতিথি ছিলেন অতি. পুলিশ কমিশনার এম এ মাসুদ, অতি. পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল মান্নান মিয়া। উপস্থিত ছিলেন উপপুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ, উপপুলিশ কমিশনার (ওয়েল ফেয়ার) মাহবুবুল আলম খান, নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আব্দুল হান্নান আকবর, হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী, টুর্নামেন্ট পরিচালনা কমিটি সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। টুর্নামেন্টের উদ্যোক্তা দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিএমপি ও নগর আওয়ামী লীগের কর্মকর্তাবৃন্দ ছাড়াও একাডেমির ক্ষুদে খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আসরে উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার লাভ করে আইয়ুব মিয়া, ইত্তিহাদ সিদ্দিকী আবাদ, মুক্তকিম মিনার, প্রাঞ্জল শিকদার ও রাহাদ খান। ফেভারিট প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করে জায়ান আহমেদ।

ফাইনালে আগে ব্যাট করে বেসিক একাডেমি ১৯.৪ ওভারে ৯৭ রান সংগ্রহ করে। জবাবে আইয়ুব মিয়ার ৪১ ও অঙ্কুর দত্তের ৪০ রানের উপর ভর করে ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করে এস এস। ম্যাচ সেরা নির্বাচিত হয় আইয়ুব মিয়া।

পূর্ববর্তী নিবন্ধকে এম স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটি গঠন
পরবর্তী নিবন্ধভারতকে থামিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা